করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়েছেন জাভি হার্নান্দেজ। সুস্থ হয়ে ওঠার কথা নিজেই জানিয়েছেন বার্সেলোনা ও স্পেনের সাবেক এই মিডফিল্ডার।
ইন্সটাগ্রামে মেয়েকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করে সুস্থতার কথা জানান জাভি। কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি, ‘এই কঠিন সময়ে পাশে থাকা ও পাঠানো বার্তার জন্য সবাইকে ধন্যবাদ।
সবাইকে জানাতে চাই, আমি সেরে উঠেছি। আমার পরিবারের সঙ্গে বাসায় ফিরেছি এবং আল-সাদ দলের সঙ্গে কাজ শুরু করেছি।’ গত শনিবার জাভির বরাত দিয়েই তার কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি জানিয়েছিল ক্লাব আল-সাদ।
এ মাসের শুরুতে কাতারের ক্লাবটির সঙ্গে এক বছর চুক্তির মেয়াদ বাড়ানো কোচ জাভি এরপর ছিলেন আইসোলেশনে।
ব্রেকিংনিউজ/এএফকে