গত মাসে উয়েফা নেশন্স লিগে মাঠে দেরিতে পৌঁছানোর অভিযোগে সার্বিয়ান জাতীয় দলের কোচ লুবিসা টুম্বাকোভিচকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে উয়েফা। কিন্তু তারপরেও আগামী সপ্তাহে স্কটল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের ইউরো প্লে-অফ ম্যাচে তিনি সার্বিয়ার টাচলাইনে দায়িত্বে থাকবেন বলে নিশ্চিত করেছেন। আগামী ১২ নভেম্বর প্লে-অফ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কে এক ভিডিও কনফারেন্সে টুম্বাকোভিচ বলেন, 'স্কটল্যান্ডের বিপক্ষে আমি ডাগ আউটে থাকব।'
গত মাসে হাঙ্গেরির বিপক্ষে উয়েফা নেশন্স লিগে ঘরের মাঠে ১-০ গোলে পরাজিত হয়েছিল সার্বিয়া। ম্যাচটিতে নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে ভেন্যুতে পৌঁছানোর কারণে ম্যাচ শুরুও বিলম্বিত হয়। সে কারণেই ফিফা টুম্বাকোভিচকে এক ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ২০ হাজার ইউরো জরিমানা করে। রেড স্টার স্টেডিয়ামে গত ১১ অক্টোবর গ্রুপ-৩ এর ম্যাচটিতে কিছুটা সময় পরে সার্বিয়ান দলটি উপস্থিত হয়েছিল।
উয়েফা অবশ্য নির্দিষ্ট করে বলেনি, ঠিক কোন ম্যাচটিতে টুম্বাকোভিচ নিষিদ্ধ থাকবেন। স্কটল্যান্ড নাকি নেশন্স লিগে আগামী ১৫ নভেম্বর হাঙ্গেরির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে, সে বিষয়টি নিশ্চিত নয়। সার্বিয়া বনাম স্কটল্যান্ডের মধ্যকার বেলগ্রেডের ম্যাচটিতে বিজয়ী দল আগামী বছর ইউরো ২০২০'র ডি-গ্রপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রের সাথে যোগ দেবে। আগামী বছর ১১ জুন থেকে ১১ জুলাই ইউরো ২০২০ অনুষ্ঠিত হবে।
ব্রেকিংনিউজ/এএফকে