নিজের ৬০তম জন্মদিনে ছিলেন আইসলোশনে। সেখান থেকেই ভক্তদের সঙ্গে ভাব বিনিময় করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। এর দুইদিন পরই হঠাৎ হাসপাতালে ভর্তি হন তিনি। বলা হয়েছিল ভালো আছেন ম্যারাডোনা। গুরুতর কোনো সমস্যা নেই তার।
তবে পরদিন জানা গেল, আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। দ্রুত অস্ত্রোপচার করাতে হবে।
মানসিক চাপ ও অবসাদের কারণে সোমবার ম্যারাডোনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোলদো লুক শুনিয়েছিলেন ‘ম্যারাডোনা ভালো আছেন’। মঙ্গলবার তিনিই জানিয়েছেন, অস্ত্রোপচার লাগবে ম্যারাডোনার।
বর্তমানে হিমনেশিয়ার দায়িত্বে থাকা ম্যারাডোনার মস্তিস্কের বাঁ দিকে রক্ত জমাট বাঁধে। এ কারণে মঙ্গলবার রাতেই তার সার্জারি করা হয়। এজন্য ইপেন্সা সানাতোরিয়াম হাসপাতাল থেকে আরেকটি ক্লিনিকে স্থানান্তর করা হয়েছে আর্জেন্টিনাকে প্রায় একক প্রচেষ্টায় ১৯৮৬ বিশ্বকাপ এনে দেওয়া এই তারকাকে।
সূত্র-রয়টার্স
ব্রেকিংনিউজ/এএফকে