আগের দুই ম্যাচের মতো এবারও প্রথম সাফল্য এলো মোস্তাফিজুর রহমানের হাত ধরে। কিওর্ন ওটলিতে কটবিহাইন্ড করলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
বাঁহাতি ব্যাটসম্যানকে অফ স্টাম্পের বাইরে বল করছিলেন মুস্তাফিজ। সুইং করে বেরিয়ে যাচ্ছিল বল। কিন্তু লাইন ধীরে ধীরে ব্যাটসম্যানের কাছে নিয়ে আসছিলেন। ওভারের শেষ বলটা ছিল সবচেয়ে কাছে, উইকেট আসে সেটাতেই। খোঁচা মেরে মুশফিকুর রহিমের গ্লাভসে ধরা পড়েন ওটলি।
এরপর দলীয় সুনিল আমব্রিজকেও এলবি ডাব্লিউর ফাঁদে ফেলেন ফিজ। আমব্রিজ আউট হওয়ার আগে করেন ১৩ রান।
ব্রেকিংনিউজ/এএফকে