ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজেও ম্যাচেও ধবলধোলাই। নিউজিল্যান্ডের মাটিতে অধরা জয় অধরাই রয়ে গেল। স্বপ্নটা হাতের মুঠোয় এবারও ধরা দিলো না। সেই আক্ষেপ আর ব্যর্থতার এক সফর শেষ করে আগামী রবিবার (৪ এপ্রিল) দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
গেল ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নিউজিল্যান্ডে গিয়েছিল টিম টাইগারস। সেখানে প্রথম ৭ দিন ঘরবন্দি থাকার পর মোট ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হয় পুরো দলকে। এরপর শুরু হয় ওয়ানডে সিরিজ। শে হয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।
দুঃস্বপ্নের এক সফর শেষ করে আগামী রবিবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফিরছেন মাহমুদউল্লাহ, মুশফিকরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, রবিবার বেলা ১১টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে ক্রিকেটাররা।
তবে ঢাকা ফিরেও বিশ্রামের সুযোগ নেই খেলোয়াড়দের। এ মাসেই শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। এরপর লঙ্কানরা বাংলাদেশে আসবে ওয়ানডে সিরিজ খেলতে।
ব্রেকিংনিউজ/এমআর